হিলি, নিজস্ব সংবাদদাতা : – দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গড়াল মারপিটে।কমিটি গঠন নিয়ে দুই ব্যবসায়ী গোষ্ঠীর তীব্র বিরোধ চরম পর্যায়ে পৌঁছে যায়। সভাকক্ষে উত্তেজনার পারদ চড়তেই শুরু হয় ধাক্কাধাক্কি, একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সদস্যরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সভা ভেস্তে যায়, বাতিল হয় কমিটি গঠনের পুরো প্রক্রিয়া।আজ দুপুরে হিলিতে বিতর্কের সূত্রপাত ঘটে মূলত কমিটি গঠন নিয়ে। নির্ধারিত এজেন্ডায় এর কোনো উল্লেখ না থাকলেও, একাংশ ব্যবসায়ী গোপনে কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছিলেন বলে অভিযোগ। এদিকে এই বিষয়টি জানাজানি হতেই সভা শুরুর আগে থেকেই উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। হিলি ক্লিয়ারিং এজেন্টস যুগ্ম সম্পাদক ধীরাজ অধিকারী জেলাশাসকের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগও জানান। তবে এত কিছুর পরেও শুক্রবার বিকেলে সভা শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সভার শুরুতেই কমিটি গঠনের উদ্যোগ নেয় হিলি ক্লিয়ারিং এজেন্টস একপক্ষ। সঙ্গে সঙ্গেই তীব্র আপত্তি তোলে অপর পক্ষ। প্রথমে বিতর্ক, তারপর দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা রীতিমতো হাতাহাতিতে রূপ নেয়। এক পক্ষ কমিটির জন্য নামের তালিকা জমা দিতেই, আরেক পক্ষ পাল্টা তালিকা তুলে ধরে। মুহূর্তের মধ্যে সভাকক্ষ রণক্ষেত্রে পরিণত হয়!
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ক্লিয়ারিং এজেন্টস সংঘর্ষ! কমিটি গঠন ঘিরে তুমুল বিশৃঙ্খলা! হাতাহাতিতে রণক্ষেত্র সভাকক্ষ।

Leave a Reply