দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তপন ব্লকের বালাপুর অঞ্চলে বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা। হাঁড়ি কড়াই বালতি নিয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ। তপনের বালাপুর অঞ্চল ভৌগোলিকভাবে পানীয় জলের সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধানে সরকারি প্রকল্প গ্রহণ করা হলেও তা সফল হয়নি। যে কারণে পানীয় জলের সমস্যায় ভোগেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করলেও তা সঠিক সময় আসে না। সকাল থেকে দীর্ঘ সময় লাইন দিয়ে থাকতে হয় পানীয় জলের জন্য। ভূগর্ভস্থ পানিয় জল তোলার ব্যবস্থা না থাকায় প্রতিবছরই এই ধরনের সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধান রুপালি মন্ডল বলছেন পানীয় জলের ব্যবস্থা করার জন্য টেন্ডার করা হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হবে। তবে পানীয় জলের সমস্যা শুধু বালাপুরে নয় এলাকার সমস্ত গ্রামেই রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
তপন ব্লকের বালাপুর অঞ্চলে বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা। হাঁড়ি কড়াই বালতি নিয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ।

Leave a Reply