নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রচন্ড গতিতে ঘুরছে বাইক, চারচাকা। বাহবা কুড়োতে চালক হাত ছেড়ে দিয়ে স্পিডে গাড়ি চালাচ্ছেন। কোন ভাবে চালানোর সময় একটু বাধা পেলেই ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। প্রতিদিন প্রানের ঝুঁকি নিয়ে এমন খেলাই দেখান ইসলামপুরের শিল্পীরা। জনপ্রিয় এই খেলার চলতি নাম মৌত কা কুয়া। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবরাত্রি মেলায় দেখা গেল মৌত কা কুয়া নিয়ে মানুষের চরম উত্তেজনা। সন্ধ্যা হলেই শো শুরু। মোটর সাইকেল ও মারুতি অল্টো নিয়ে মৌত কা কুয়ায় চালকদের পারফর্ম্যান্স দেখতে থাকেন দর্শকরা।
প্রচন্ড গতিতে ঘুরছে বাইক, চারচাকা – প্রতিদিন প্রানের ঝুঁকি নিয়ে এমন খেলাই দেখান ইসলামপুরের শিল্পীরা।

Leave a Reply