নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরুগাও চা বাগানের নেপালী বস্তির বাসিন্দা রাজ প্রধান ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছে। সোমবার তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন রাজ প্রধানকে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়। জানা গিয়েছে, রাজ প্রধান কিও অল ইন্ডিয়া ক্যারাটে ডিও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে যাচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ২৯ শে মার্চ তেলেঙ্গানার হায়দ্রাবাদে ওই ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরুগাও চা বাগানের ম্যানেজার আনন্দ শুক্লা ছিলেন বিশিষ্ট সমাজসেবী পবিত্র কুমার রায়, আনন্দ খাড়িয়া, অজয় শা, নীলকমল উরাও ,সরুগাও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশীমোহন সরকার,সমাজসেবী সাবির উরাও,অনুপ প্রধান প্রমুখ।
ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরুগাও চা বাগানের নেপালী বস্তির বাসিন্দা রাজ প্রধান ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।

Leave a Reply