নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনার প্রতিবাদে ফের মালদায় পথে নামলেন মালদার নাগরিক সমাজ। খুনকান্ডের মূলচক্রী সহ খুনের ঘটনায় জড়িত সমস্ত দুষ্কৃতীদের ফাঁসির দাবীতে মিছিল করলেন মঙ্গলবার। এদিন সকাল ১০টা নাগাদ এই মিছিল সংগঠিত করেন মালদা শহরের ২২ ও ২৬নং ওয়ার্ডের সাধারণ নাগরিকরা। তারা মালদা কলেজ ময়দান থেকে একজোট হয়ে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিক্রমা শেষে মালদা জেলা আদালতের গেটের সামনে মিছিলে অংশগ্রহণকারীরা জোরদার বিক্ষোভ দেখান। মিছিল ও বিক্ষোভে সামিল সকলেই তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় ধৃত মূলচক্রী নরেন্দ্রনাথ তিওয়াড়ি সহ তার সমস্ত সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুর চড়ান।
মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনার প্রতিবাদে ফের মালদায় পথে নামলেন মালদার নাগরিক সমাজ।

Leave a Reply