মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- ইংরেজবাজারের যদুপুর আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে, দুইদিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বুধবার বিকেলে ইংরেজবাজার থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ, ধর্ষণের ঘটনা ঘটলেও প্রথমে অভিযোগ নেওয়া হয়নি তারপর বিজেপির মধ্যস্থতায় অভিযোগ নিলেও তৃণমূল সদস্যের ছেলে বলে এখন পর্যন্ত উপযুক্তকে ধরা হচ্ছে না এছাড়া জেলা সহ রাজ্য জুড়ে যেভাবে অন্যায় অত্যাচার বেড়ে চলেছে তারই বিরুদ্ধে বিজেপির অবস্থান বিক্ষোভ। পুলিশ যদি না ব্যবস্থা নেয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারী দেয় বিজেপি জেলা সভাপতি পার্থসারথী ঘোষ।
ঘর দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বুধবার বিকেলে ইংরেজবাজার থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ।

Leave a Reply