ট্রেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:-  ট্রেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ। ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ তিন ঠিকাদারের। গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নিজের পছন্দমত ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ প্রধানের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গত ২৮শে জানুয়ারি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই কাজের টেন্ডার পেতে বিভিন্ন ঠিকাদার সংস্থা টেন্ডার ড্রপিং করে। তবে টেন্ডার ড্রপিংয়ের ২৫ দিন কেটে গেলেও খোলা হয়নি টেন্ডারের ফিনান্সিয়াল বিট। তার পরিবর্তে প্রধান ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিন ঠিকাদার।

ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গঙ্গারামপুরের তিন ঠিকাদার। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান সঞ্জয় মন্ডল।

বাইট দেবাশীষ রায় (ঠিকাদার)
সঞ্জয় মন্ডল(পঞ্চায়েত প্রধান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *