আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার সকালে বাইসনের জখম হলেন দু’জন।আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়ার নাংডালা চা বাগানে ঘটনাটি ঘটেছে। জখম দুজনকেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাইসনের হানায় দুজন জখম হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা। বাইসনকে বাগে আনার চেষ্টা চলাচ্ছেন বন কর্মীরা।
বুধবার সকালে বাইসনের জখম হলেন দু’জন।

Leave a Reply