এইতো সবে পরিবর্তন করেছেন তাই একটু আওয়াজটা বাড়াতে হবে, নাম্বারটা একটু যাতে কালীঘাটে বারে,হলদিয়া থেকে তাপসী মন্ডলকে নিশানা শুভেন্দু।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এইতো সবে পরিবর্তন করেছেন তাই একটু আওয়াজটা বাড়াতে হবে, নাম্বারটা একটু যাতে কালীঘাটে বারে, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে বিজেপির বর্ধিত কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে বিজেপি বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলের যোগদান প্রসঙ্গ নিয়ে ঠিক এভাবেই তাপসী মন্ডলকে নিশানা করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, পাশাপাশি ধান্দা গিরি বলেও আখ্যা দেন তিনি, প্রসঙ্গত তাপসী মন্ডল বলেছেন মাঠে যখন নেমেছি স্ট্যাটেজি ঠিক করে নেমেছি। অন্যদিকে বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে ঢুকে পুলিশ কর্মীদের পেটানো প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন নিশ্চয়ই তৃণমূল তৃণমূল না থাকলে পুলিশকে মারতে পারত না, পাশাপাশি যাদবপুর ও একাধিক বিষয় নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *