দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটঃ বসন্ত উৎসব উপলক্ষ্যে নানা রঙের আবিরের পরশে বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে আজ ১৪ই মার্চ শুক্রবার সকালে বালুরঘাটের টাউন ক্লাব উৎসব ভবন প্রাঙ্গনে “অর্পণ ফাউন্ডেশন” – এর কর্ণধার প্রিয়াঙ্কা বিশ্বাসের পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্কার শিল্পীদের নিয়ে “বসন্ত উৎসব” – অনুষ্ঠানের আয়োজন করা হয়। “অর্পণ ফাউন্ডেশন” – এর কর্ণধার প্রিয়াঙ্কা বিশ্বাস স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান। আজ এই অনুষ্ঠানে সংস্কার শিল্পীদের দ্বারা ও জেলার স্থানীয় শিল্পীদের দ্বারা বিভিন্ন অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
“অর্পণ ফাউন্ডেশন” – এর আয়োজনে বসন্ত উৎসব।

Leave a Reply