দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও ধুমধাম করে পালিত হচ্ছে দোল উৎসব। বিভিন্ন দোল উৎসব কমিটির উদ্যোগে বালুরঘাট শহর রঙিন হয়ে উঠেছে। শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শহরের নানা দোল উৎসবে অংশ নেন। তিনি আবির খেলেন, সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
উৎসবের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে অভিযোগ করেন, কিছু মানুষ দোল উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। তিনি সবাইকে একসঙ্গে মিলেমিশে এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানান। তার উপস্থিতিতে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
Leave a Reply