নিজস্ব সংবাদদাতা, মালদা:- খোল দ্বার খোল লাগল যে দোল। ঠিক তাই আজ বাঙালির দোল উৎসব। প্রকৃতির রঙের সঙ্গে মনের রঙ মেলান্তির দিন। তাই শুক্রবার সকাল থেকেই মালদা জেলা জুরে নজরে এল বসন্ত উৎসব উদযাপনের ধুম। বসন্ত উৎসব মানেই কবিগুরুর শান্তি নিকেতন। সেই ঘরানার অনুকরণে গত কয়েক বছর ধরে মালদাতেও সাড়ম্বরে পালিত হয়ে আসছে দোল অর্থাৎ বসন্ত উৎসব। যার কোন ব্যতিক্রম ঘটল না এবারো। তাই সোমবার সকাল থেকেই মালদা জেলা জুড়ে বসন্ত উৎসব উদযাপনের মহা ধুম পড়ে যায়। গত কয়েক বছরের ঐতিহ্য-পরম্পরা মেনে এবারো বসন্ত উৎসব উদযাপনে এগিয়ে আসে মালদা শহরের বিভিন্ন বেসরকারি সংস্থা। মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি এবং কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয় মালদা ডিএসএ ময়দানে। এই উপলক্ষে প্রথমে শহরের বুকে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে বিভিন্ন বয়সীরা অংশগ্রহণ করে। তারা রবীন্দ্রনাথের বসন্ত কেন্দ্রীক গানের সুরে তালে তাল মিলিয়ে নৃত্যে মাতোয়ারা হয়।- প্রভাতফেরি মালদা ডিএসএ ময়দানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জমকালো বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর কাকলি চৌধুরী, শুভময় বসু সহ আরো অনেকেই। তাদের উপস্থিতিতেই নাচে, গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। সকলেই একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে তুলে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন। লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি রঙের আবীর উড়িয়ে নাচ, গান, হৈহুল্লোড় করে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন।
শুক্রবার সকাল থেকেই মালদা জেলা জুরে নজরে এল বসন্ত উৎসব উদযাপনের ধুম।

Leave a Reply