নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- চৈত্র মাসের শুষ্ক ঝোরো হাওয়ায় রাস্তার বৈদ্যুতিক দুটি তারের সংঘর্ষে আগুনের ফুলকি থেকে ভষ্মীভূত বাড়ি।
বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া এলাকার ঘটনা।
চৌরাপাড়া এলাকার বেলতলী তে মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই একটি বাড়িতে আগুন ধরে যায়। তীব্র হাওয়া থাকায় সে আগুন ও দ্রুত ছড়িয়ে পড়ে। ঐ বাড়ির লাগোয়া তিনটি খড়ের পালাতেও আগুন ধরে যায়। সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে সজনী মূর্মুর বাড়ি।
প্রাথমিক অনুমান, তীব্র হাওয়ায় বিদ্যুতের দুটি তারের সংস্পর্শের কারণে আগুন লেগেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রাথমিক ত্রাণের ব্যবস্থা করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
Leave a Reply