নিজস্ব সংবাদদাতা, মালদা—-মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়লো এক শ্রমিকের তিনটি ঘর সহ যাবতীয় জিনিসপত্র। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নুরপুর খুমড়ি এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহেদুল অগ্নিকান্ডের জেরে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তাকিয়ে কোন সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে। ঘটনা সম্পর্কে জানা গেছে, এদিন রাত আনুমানিক আটটা নাগাদ হঠাৎ করে মোহাম্মদ সাহেদুলের বাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় তিনটি ঘর পুরে যায়। ঘরের ভিতরে থাকা জামা কাপড়, আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে। সবমিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই যাচ্ছেন তারা। অগ্নিকান্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। আনুমানিক ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে। ততক্ষণে সমস্ত কিছুর পরে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ক্ষতিগ্রস্ত সাহেদুলের দাবি বৈদ্যুতিক শট শারকিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়লো এক শ্রমিকের তিনটি ঘর সহ যাবতীয় জিনিসপত্র।

Leave a Reply