নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর বাজার থেকে তপসিতলা পর্যন্ত ৯.৬ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বেহাল রাস্তা পুনর্নির্মাণের কাজের শুভ সূচনা হলো। এদিন জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কাজের শুভ সূচনা করা হয়। আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ সূচনা করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা পরিষদ সদস্যা তনুশ্রী রায়, জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাফা আলী প্রমুখ। জানা গিয়েছে, ডব্লিউ বি এস আর ডি এ আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে বেহাল এই রাস্তা পুননির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষকে। অবশেষে এদিন রাস্তার কাজের শুভ সূচনা হওয়ায় খুবই খুশি এলাকার সাধারণ মানুষ।
গ্রামীণ সড়ক যোজনার বেহাল রাস্তা পুনর্নির্মাণের কাজের শুভ সূচনা হলো।

Leave a Reply