স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কিষান মান্ডিতে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ ১৯শে মার্চ বেলা ১১ঃ০০ টায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কিষান মান্ডিতে। উজ্জীবন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাননীয় সুদীপ দাস মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ড. দুলাল বর্মন, হিলি কলেজে অধ্যাপক মাননীয় অভিজিৎ সরকার, বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুশান্ত দাস, শ্যামল চক্রবর্তী, দেবাশীষ লাহা, তুষার কান্তি দত্ত, পীযূষ কান্তি লাহা, বিকাশ দেব, বীরেন্দ্রনাথ মাহাতো, সুজন দেব, পঙ্কজ মন্ডল, স্নিগ্ধা বিশ্বাস সহ আরো অনেকে। এই রক্তদান শিবিরে সহযোগিতা করেছেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দদেরকে উত্তরীয়, চন্দনের টিপ এবং রক্তিম গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী আবৃত্তি পরিবেশন করেন শঙ্খপ্রিয়া সাহা। এই রক্তদান শিবিরটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক মাননীয় বিভাস দাস। আজকের এই জেলা জুড়ে সাংঘাতিক রক্ত সংকটের মুহূর্তে উজ্জীবন সোসাইটি আয়োজিত রক্তদান শিবিরে মোট ১৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যারা স্বেচ্ছায় রক্তদান করলেন তাদের মধ্যে অন্যতম হলেন ডঃ অভিজিৎ সরকার শোভন ঘোষ পরিমল কুমার মাহাতো পার্থ সরকার পবিত্র বর্মন ধনেশ্বর বর্মন বিউটি সরকার পার্থ ভৌমিক সোহিনী দাস ভৌমিক গৌরী রুদ্র প্রীতম তালুকদার বিজন বসাক সুদীপ্ত রায়। এদের মধ্যে প্রথম বার রক্ত দিলেন চারজন এবং মোট তিনজন মহিলা রক্তদাতা আজকের এই শিবিরের রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে উজ্জীবন সোসাইটির পক্ষে যারা সক্রিয় অংশগ্রহণ করেন তারা হলেন অমল চন্দ্র মন্ডল পরিমল মাহাতো চঞ্চল মন্ডল দেবাশীষ সরকার পার্থ সরকার শোভন ঘোষ কৃষ্ণ মালি মনমোহন বর্মন সহ আরো অনেকে। উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ বলেন, আগামী দিনে আবারও রক্তদান শিবিরের আয়োজন করা হবে। ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডক্টর দেবব্রত দে বলেন, এই মুহূর্তে জেলায় চলছে চরম রক্ত সংকট। এই রক্ত সংকট মেটাতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আরো এগিয়ে আসা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *