উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের খাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট পাটনা এলাকায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় ১৫ থেকে ২০টি বাড়ি ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের দিকে। বিধ্বংসী আগুনে বাড়িঘর পুড়ে ছাই। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।
হ্যাঁ ঠিক শুনেছেন।এমনই ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার খাগোড় গ্রাম পঞ্চায়েতের ছোট পাটনা গ্রামে। সূত্রের খবর,ছোট পাটনা গ্রামে,আজ দুপুর নাগাদ একটি রান্না ঘরে কারণবশত আগুন লেগে যায়।আর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে।আর এর আগুনে পুড়ে ছারখার হয়ে যায় একাধিক বাড়ি।তৎখনাত খবর দেওয়া হয় গোয়ালপোখরের দমকল বাহিনীকে।দমকল বাহিনীর একটি ইঞ্জিন দ্রুত এসে উপস্থিত হয় ঘটনাস্থলে।কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এই খবর জানাজানি হতেই,উপস্থিত হন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানী।তিনি ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদের সাথে সাক্ষাৎ করেন। তাছাড়া ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদের প্রশাসনিক এবং আর্থিক ভাবে সাহায্য করবেন বলে আশ্বাস দেন।। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছু শুকনো খাবার, দরকারি জিনিসপত্র তুলে দেন।
ছোট পাটনা এলাকায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় ১৫ থেকে ২০টি বাড়ি, পাশে দাঁড়ালেন গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানী।

Leave a Reply