নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাসন্তী পূজো আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাজরা পাড়ায়। নিয়ম নিষ্ঠার সাথে পালিত হয় বাসন্তী পুজো। সেই পুজোর প্রস্তুতি নিয়ে সাজসাজ রব জটেশ্বর হাজরা পাড়ায়। স্থানীয়রা পুজোর ওই পাঁচটি দিন ধরে আনন্দে মেতে ওঠেন। প্রতিমা নিয়ে আসার পর নিয়ম নিষ্ঠার সাথে পাঁচ দিন ধরে চলে পুজো। জানা গিয়েছে, জটেশ্বর হাজরা পাড়ার স্থানীয় প্রায় ৩০ থেকে ৩৫ টি পরিবার মিলে আয়োজন করেছে এই বাসন্তী পুজোর। ঐতিহ্যবাহী এই পুজো পাঁচদিন ধরে চলে প্রসাদ বিতরন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসন্তী পূজো আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাজরা পাড়ায়।

Leave a Reply