জঙ্গিপুর, নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে এক শিশু। মঙ্গলবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর ফরাক্কা থানার জামিয়া কাটান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতদের নাম এজাজ শেখ, তৌহিদ শেখ, জাহুল শেখ ও আসিফ শেখ। সকলের বাড়ি ফরাক্কা থানার মহাদেবনগর। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। শিশুর মৃত্যু হয় হাসপাতালে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইক চালিয়ে যাওয়ার পথে সামশেরগঞ্জের ১২ জাতীয় সড়কে ডাম্পারটি বাইকের পেছন থেকে ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। তখন তাদের উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এদিন রাত আটটা নাগাদ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে বিশাল পুলিস বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ওই শিশুকে ভর্তি করা হয়। পরে সেখানেই শিশুর মৃত্যু হয়। এলাকাবাসী পুলিসকে দেহ উদ্ধারের বাধা দেয়। পরে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বাইক নিয়ে ডাকবাংলা দিক থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথেই পেছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় ডাম্পারটি। ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিস। তবে ডাম্পারের চালক খালাসি পলাতক।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু।

Leave a Reply