পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এক নম্বর ব্লকের কাদরা পঞ্চায়েতের উজ্জলপুর বুড়ো পীর সাহেবের ওরস মেলা উদ্বোধন হলো।
আজ এই মেলার উদ্বোধন করলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাজ ও বীরভূম জেলা সভাপতি কাজল শেখ।
এছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম থানার আইসি পার্থসারথি মুখার্জি , কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকান্ত রায় চৌধুরী, কান্দ্রা পঞ্চায়েত প্রধান বাপি হোসেন,বিশিষ্ট সমাজসেবী সুমন চ্যাটার্জি সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই মেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।
আয়োজন করা হয় নানান সংস্কৃতি অনুষ্ঠান এর পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্টেরও।
পাশাপাশি এই মেলার মাঠে একটি সৌর বাতিস্তম্ভের উদ্বোধন করা হয়।
এই মেলায় সকল ধর্ম ও বর্ণের মানুষের ভিড় চোখে পড়ার মতো।
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এক নম্বর ব্লকের কাদরা পঞ্চায়েতের উজ্জলপুর বুড়ো পীর সাহেবের ওরস মেলা উদ্বোধন হলো।

Leave a Reply