কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েকদিন ধরে রাম নবমীকে কেন্দ্র করে বিজেপি নেতাদের একের পর এক মন্তব্যে মনে হচ্ছে তারাই রাম কে জন্ম দিয়েছেন। তারাই রাম নবমীর প্রবর্তক। রাম সবার। কাল রাম নবমী মহোৎসবে আসুন। সবাই মিলে রাম নবমী উদযাপন করি। আহবান দক্ষিণ দমদম পৌরসভার নাগেরবাজার এলাকার ২২ নম্বর ওয়ার্ডের পূরমাতা অস্মি পোদ্দারের। সেখানে একই সঙ্গে মা অন্নপূর্ণা, রাম – সীতা পূজিত হবেন। সঙ্গে হবে মহাযজ্ঞ এবং সমবেত গীতা পাঠ।
ভগবান রাম বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। ভগবান রাম সবার। তৃণমূলেরও। তাই রবিবার ঘটা করে রাম নবমী পালন করবেন দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর।

Leave a Reply