বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- প্রথমেই আমরা অনুরোধ করব খবরটিকে নিজের ফেসবুকে শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ারের মধ্য দিয়ে হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন আর্থিক সহযোগিতায়।
বয়স মাত্র চার বছর চার মাস যে বয়সটা এখন খেলাধুলা করে বড় হয়ে ওঠা আর সে বয়সে আক্রান্ত এক দুরারোগে। বাবা মা দুজনেই দিনমজুর কোনরকম চলে তাদের সংসার। অভাব অনটনের সংসারে এ যেন এক বড় পাহাড় সমান দুঃখ এসে হাসিখুশি পরিবারটাকে থমকে দিল। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল ফারুকের একমাত্র কন্যা ফারহানা আক্তার বয়স চার বছর পাঁচ মাস দুরা রোগে আক্রান্ত। পরিবারের সদস্যরা জানান বর্তমানে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে সেখানে ডাক্তারবাবুরা জানিয়েছেন খুব শীঘ্রই তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। কিভাবে মেয়ের চিকিৎসা করা যাবে এ নিয়ে রাতের ঘুম উড়ে গেছে পরিবারের সকলের। ইতিমধ্যে পরিবারটির আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন স্বদেশ নির্মাণ ইনিশিয়েটি ট্রাস্টের সহ-সভাপতি মোহাম্মদ নুর নবীবুল ইসলাম তিনি জানান আজকে আমরা আমাদের সদস্য বিশিষ্ট সমাজ সেবী ফিরদৌস আলী শরিফুল হক মোস্তফা আনোয়ার পাশা,গ্রামীণ চিকিৎসক গোলাপ মোস্তফা আমরা সবাই মিলে সকলের সহযোগিতায় সাধ্যমত পরিবারটিকে সামান্য আর্থিক সহযোগিতায় পাশে দাঁড়ালাম । তিনিও অশ্রু চোখে সমাজের সকল ব্যক্তিবর্গদের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেয়েটির স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানান। এদিকে পরিবারের সদস্যরাও সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান।
অর্থের অভাবে উচ্চ চিকিৎসায় বাধা ধীরে ধীরে নিভে যাওয়ার পথে এক ছোট্ট শিশুর জীবন।

Leave a Reply