মহেশতলার-উত্তর 24পরগণ, নিজস্ব সংবাদদাতা :-আজ মহেশতলার হিন্দু জাগরণ মঞ্চের রামনবমীর মিছিল নুঙ্গি স্টেশন থেকে মল্লিক বাজার পর্যন্ত অনুমতি ছিলো, নতুন করে মোল্লার গেট পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য পুলিশ ঐ রুটের কোনো অনুমতি দেয়নি,নুঙ্গি মোড় থেকে মিছিল শুরু করে বাটা মোড় হয়ে মল্লিক বাজার না গিয়ে, মোল্লার গেটের দিকে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ প্রশাসন গার্গেল দিয়ে মিছিল আটকে দেয়, শুরু হয় ধস্তাধস্তি, দীর্ঘ প্রায় একঘন্টা মিছিল বাটা মোড়েই আটকে থাকার পরে, অবশেষে মল্লিক বাজারের দিকে মিছিল গিয়ে শেষ হয়।
রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা মহেশতলায়।

Leave a Reply