পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার ছিল রামনবমী, এই রামনবমী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় বাইক মিছিলের পাশাপাশি বন্যার্ধ শোভাযাত্রার আয়োজন করা হয় হিন্দু সনাতনীদের উদ্যোগে, এই দিন গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে বাইক মিছিল ও রথযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে, এই দিন চন্দ্রকোনারোড ফুটবল ময়দান থেকে এই বাইক মিছিল পেরিয়ে গড়বেতার ধাদিকাতে পৌঁছায়, এই দিন এই বাইক মিছিলে কয়েক হাজার বাইক অংশগ্রহণ করেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পাশাপাশি এই দিন বিকেলে রামনবমী উপলক্ষে রথযাত্রার আয়োজন করা হয়, যেখানে চন্দ্রকোনা রোড শহরের মানুষজনের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, তবে এই দিন রথ যাত্রায় অংশ নিয়েছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়া উপস্থিত ছিলেন একাধিক সমাজ সেবীরা,তবে এই রামনবমীর রথযাত্রা এবং বাইক মিছিলকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বদাই পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
রামনবমী বাইক মিছিল ও রথযাত্রাকে ঘিরে চরম উদ্দীপনা চন্দ্রকোনারোডে ।

Leave a Reply