জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শ্রী রামনামিনী উদযাপন সমিতি জলপাইগুড়ির তরফে জোর প্রস্তুতি শহরে মিলন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, চলছে রামের পুজো। দুপুরে সুবিশাল মিছিল শহরে পরিক্রমা করবে। জেলায় মোট 18 টি জায়গায় প্রায় দেড় লক্ষ উপর ভক্ত সমাগম হবে বলে আশা করছে উদ্যোক্তারা।
শ্রী রাম নবমী উদযাপন জলপাইগুড়ি মিলন সংঘ ময়দান প্রাঙ্গণে পুলিশে পুলিশে ছয়লাপ।

Leave a Reply