৪৫ তম প্রতিষ্ঠা দিবসে দক্ষিণ মুর্শিদাবাদে বিজেপির নানা কর্মসূচি: বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের হাতে সামগ্রী তুলে দিলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ ৬ই এপ্রিল, ভারতীয় জনতা পার্টির ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি, একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, যার আদর্শগত শিকড় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িত। ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘের উত্তরসূরী হিসেবেই ১৯৮০ সালের ৬ এপ্রিল জন্ম নেয় ভারতীয় জনতা পার্টি।

দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরমন্ডলের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী গৌরীশঙ্কর ঘোষ এবং বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মন্ডল।

অন্যদিকে, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সৌমেন মন্ডল। উপস্থিত ছিলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট তড়িৎ কান্তি সরকার, জেলা সাধারণ সম্পাদক সৌমেন মন্ডল, যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ হালদার ও মন্ডল সভাপতি নিবিড় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলনের পর মুর্শিদাবাদ জংশন স্টেশন সংলগ্ন এলাকায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠান পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কর্মসূচিগুলি দলীয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে জনসংযোগ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *