উইলিয়াম শেক্সপিয়ার এর অনুপ্রেরণা বা উপদেশমূলক কিছু উক্তি।।।।।।

১. “যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত।” ২. “সাফল্যের ৩টি শর্ত:-
অন্যের থেকে বেশি জানুন!
অন্যের থেকে বেশি কাজ করুন!
অন্যের থেকে কম আশা করুন!”
৩.” প্রয়োজন খারাপ কেও ভালো করে তোলে।”
৪. ” আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।”
৫. “মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে।”
৬. “সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো।”
৭. “মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে।”
৮.”যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো।”
৯.”ভীরুরা মরার আগে বারবার মরে। কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।”
১০.”তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেকে সংশোধন করতে পারেন।”
জীবনবোধ নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার এর কিছু উক্তি সমূহ:-
১.”জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।”
২. “পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা; এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে,জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন।”
৩.”আমি অনুভব করছি তা চলে গেছে কিন্তু কখন তা আমি জানি না।”
৪. “ওহে, কেউকি আমাকে শেখাবে কী করে আমি চিন্তা করা ভুলতে পারি!”
৫. ” আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।”
৬. “আমি আমার জিহ্বা চেপে ধরে রাখলে তা আমার হৃদয় ভাঙ্গা ছাড়া আর কোনো ভালো ফলই বয়ে আনবে না।”
৭.”উম্মত্ততাই জীবনের মহিমা।”
৮.”লোকে বলে অল্প বয়সে বেশি পেকে গিয়ে কেউই কখনো বেশি দিন বাঁচে নি।”
৯.”প্রিয় ব্রুটাস, ভুলটা আমাদের তারকাদের মধ্যে নয় বরং আমাদের নিজেদের মধ্যেই।”
১০. “আমাকে ভুলে যেও না।”
আশা করি উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ লেখাটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *