কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ঠিক এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা পথ চলছি যেখানে আত্ম কেন্দ্রীকতা, পরশ্রীকাতরতা, সঠতা, প্রবঞ্জনা, কর্ম বিমুখতা একটি সহজাত প্রবৃত্তির অন্তর্ভুক্ত হতে চলেছে। সময়ের বিবর্তনের হাত ধরে হার্দিক সম্পর্কের বন্ধন গুলো কোথাও যেন পরশ্রী কাতরতার বেড়াজালে আটকে পড়েছে। সুখী থাকার অলীক স্বপ্নকে পাথেয় করে আমরা অজানা পথের পথিক হতে চলেছি। ছোট্ট ছোট্ট সম্পর্ক, মূল্যবোধ গুলোকে পায়ে দুমড়ে মুছরে অসম্ভবকে সম্ভব করার কাজে নিয়োজিত হচ্ছি। প্রকৃতির রূপ-রস গন্ধ কে বাই বাই জানিয়ে কৃত্রিমতায় ঘেড়া রঙিন স্বপ্নের হাতছানিতে আকৃষ্ট হচ্ছি। ভুলে যাচ্ছি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, মানুষ হিসাবে আমাদের মূল্যবোধ। পাল্টে যাচ্ছে সুখ, স্বপ্ন, আর ভালবাসার আভিধানিক মানে। তবুও আমরা বেঁচে আছি। আর্থিক প্রভাব খাটিয়ে আমরা সুখ কিনেছি কিন্তু শান্তি পাইনি এটা অনুভূতি এই অনুভূতি আছে ইতিবাচক ভাবনার দ্বারা। যাদের সান্নিধ্যে আমাদের বেড়ে ওঠা নিজের সুখ খুঁজতে গিয়ে তাদের সকলকে বিদায় জানিয়েছি এখানে বাজারে কেনা সুখ আছে কিন্তু শান্তি থাকতে পারে না। কারণ শান্তি আসে ইতিবাচক ভাবনা থেকে। আজ থেকে প্রায় দুই বছর আগে জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে গ্রামের আলপথথেকে শুরু করে যিনি রাজ্যের নবরূপে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার রূপকার হয়েছেন তিনি আর যাই হোক একজন অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন মানুষ। যার মস্তিষ্কপ্রসূত ভাবনা পজিটিভ বার্তা। পজিটিভ বার্তা চ্যানেল, প্ল্যাটফর্ম, বা শুধু মাধ্যম নয়। পজিটিভ বার্তা সমাজ সংস্কারের একটি পথ। কতটা পরিমাণ অভিজ্ঞতা, আর দক্ষতা পরিপূর্ণতা লাভ করলে এই বৃহৎ মাপের ভাবনা ভাবা যায়। আপনি বিজ্ঞান মানেন আপনার জন্য রইল আমার এই মতামত। ব্রেনের নিউরো ট্রান্সমিটার গুলি কিছু হরমোন সেক্রেশন এর সহায়তা করে। এই নিউরো ট্রান্সমিটার টি পরিচালিত হয় আপনার ভাবনার দ্বারা। এই ভাবনা শব্দটি মানুষ হিসাবে পৃথিবীতে আমাদের অন্য প্রাণীর থেকে বেশি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। আমরা প্রতিদিন আমাদের ভাবনাগুলিকে বিবর্ণ করে তুলছি। পজিটিভ বার্তা এই বিবর্ণ ভাবনাগুলিকে রঙিন করে দেবার গুরু ভার বহন করে অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে চলেছে। এই পৃথিবীটা কত সুন্দর এই অনুভূতি নবজাতকের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমাদের সবার। যার ফলস্বরূপ আমরা পেতে পারি একটা সুন্দর পৃথিবী। যেখানে সুখ, স্বপ্ন, আর ভালোবাসার মানেটা বদলে যাবে না। ভালোবাসা পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র যা নিক্ষেপ করলে আপনি অস্ত্র বাচকেও নিরস্ত্র করতে পারবেন। হৃদয়কে প্রশস্ত করুন, ভাবনাকে ইতিবাচক করুন আপনার সফলতা আপনার দুয়ারে আসবে। আসুন পজিটিভ বার্তাকে সাথে নিয়ে নেতিবাচক ভাবনায় নিমগ্ন মানুষের দরজায় আমরা ঠোকা মারি। সময় এসেছে আগামীর পৃথিবীতে এ শিশুর বাসযোগ্য করে দিতে সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় ডক্টর মলয় পিঠ মহাশয় যে উদ্যোগ গ্রহণ করেছেন পাশাপাশি নিরলস পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টা মধ্য দিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার ফলস্বরূপ নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার প্রচেষ্টার জয়লাভ ঘটবে । আসুন আমরা সকলে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পজিটিভ বার্তার হাত ধরে এগিয়ে চলি। এক ঝাঁক তরুণ যুবক যারা প্রতিদিন ঘটনা প্রবাহ গুলিকে মানুষের মাঝে তুলে ধরে তাদের চেতনা বৃদ্ধিতেই আনন্দ লাভ করেছে তারাও আজ পজিটিভ বার্তার হাত ধরে এই আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত। আপনি ঘরে কেন আসুন সকলের সাথে সকলকে নিয়ে ইতিবাচক ভাবনাকে প্রতিষ্ঠিত করতে আর নেতিবাচক ভাবনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সামিল হই।
নব প্রজন্মকে ইতিবাচক ভাবনায় সম্পৃক্ত করার কাজে অভিনব উদ্যোগ

Leave a Reply