পশ্চিম বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম বর্ধমানের আসানসোল বার্নপুরে SAIL- ISP র পাঁচ টী অইকনিক কুলিং টাওয়ার ভেঙে ফেলা হল, ০৬.০৪.২০২৫ তারিখ রাত 12.15 মিনিটে ।
কোম্পানির সম্প্রসারণের জন্য এই টাওয়ার গুলি ভেঙে ফেলা হল।
প্রতিটি হাইপারবোলিক কংক্রিট ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার 72 মিটার উচ্চতা এবং 30 থেকে 48 মিটার ব্যাস বিশিষ্ট ছিল। এই ঐতিহ্যবাহী টাওয়ার গুলি দেখে আমরা বড় হয়েছি। টাওয়ার গুলি ভেঙে ফেলার খবর পেয়ে মন সত্যিই ভারাক্রান্ত।
বার্নপুর SAIL- ISP র কতৃপক্ষের কাছে আবেদন রাখবো, এই টাওয়ার গুলির জমি সঠিক খাতে ব্যবহার করা হয়।
পশ্চিম বর্ধমানের আসানসোল বার্নপুরে SAIL- ISP র পাঁচ টী অইকনিক কুলিং টাওয়ার ভেঙে ফেলা হল।

Leave a Reply