পর-পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ায় জীবিত মায়ের শ্রাদ্ধ করলো ছেলে!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল সাত বছরের ছোট্ট ছেলে! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এর দরখোলা এলাকায়। কিন্তু কেন! সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখলাম সাধ্য শান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে! মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমত ব্রাহ্মণ ডেকে এই সাধ্য শান্তির কাজ করলো। সে কারণ উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে তার মা চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে, ৮ বছরের সংসারকে পিছনে ফেলে, ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল! মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে, মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেষ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় সাধ্য শান্তি করার। মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না। এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে। আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল হতবাক! এক দিকের বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে বলে দিচ্ছেন পরিবারের লোকজন। মেয়ের মতন ভালবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *