ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি সেখানেই রাতভর চলল গাজন উৎসব।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি সেখানেই রাতভর চলল গাজন উৎসব। চৈত্র মাস পরতেই শুরু হয় গ্রাম এলাকায় গাজনের সং উৎসব। একমাস নিরামিষ খেয়ে এই গাজনের তবে চড়কের পাট পূজা করে থাকেন গ্রামবাসী।আর তার কয়দিন বাকি নববর্ষ। গ্রামগঞ্জে সেই গাজন উৎসব তথা চরক পুজা, মেতে ওঠে ৮ থেকে ৮০ । চৈত্রের কাঠফাটা রোদে কোথাও শুধু শিবের সাজে, কোথাও শিব-কালী বা শিব-দুর্গার সাজে অথবা বিভিন্ন দেবদেবীর সাজে জমে উঠেছে হবিবপুর ব্লকের গ্রামগঞ্জ এলাকায়। গাজনের সংয়ের দল নিয়ে ঘুরে বেরাতে দেখা যায়।শুক্রবার রাতে জমজমাট হয়ে ওঠে শ্রীরামপুর অঞ্চলের, কলাইবাড়ি এলাকার সরকারপাড়ায়,গাজন সং উৎসব চরক পুজা উপলক্ষে শুক্রবার রাতে গাজনের যে পাট শিব রয়েছে দুটি অঞ্চলের ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের সকল চড়ক পূজার পাঠ নিয়ে আসা হয়, রতন সরকারের বাড়িতে সেখানে সন্ধ্যা থেকে শুরু হয় পূজা আর্য না ১১টি ঢাক বাজিয়ে নিয়মি নিষ্ঠার সাথে পূজা করে। রাতভর চলে গাজন উৎসবের বিভিন্ন দলের ছদ্দবেশী নাচ। সেই নাচের মধ্যে দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর এই উৎসবকে ঘিরে ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের বিভিন্ন দল আছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এই অনুষ্ঠানের ঘিরে জমজমাট হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি সরকারপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *