নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। জানা গিয়েছে, চৈত্রমাসে ভক্তরা শিব, পার্বতী, কালী সহ একাধিক দেবতার রূপে সেজে বিভিন্ন জায়গায় ঘুরে শিবের গান পরিবেশন করে থাকেন। এমনই ছবি দেখা গেল ফালাকাটা ব্লকের জটেশ্বর কলেজপাড়া এলাকায়। কেউ শিব, কেউ আবার সেজেছেন পার্বতী।গায়ে বিভিন্ন রং মেখে, বিভিন্ন গহনায় নিজেদের সাজিয়েছে তারা। আর যখন তারা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ান, তখন তারাই হয়ে ওঠেন মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। জানা গিয়েছে, এই উৎসব ঘিরে বিভিন্ন জায়গায় মেলাও বসে। যা চড়কের মেলা নামে পরিচিত। এদিন শিবের সাজে সুমন সরকার জানান, “আমি পাঁচ বছর ধরে চড়ক পুজোর সঙ্গে যুক্ত। রীতিমতো আনন্দ সহকারে এই কাজটি করেন তিনি। আমরা শিব পার্বতী সেজে বিভিন্ন জায়গায় ঘুরে অর্থ সংগ্রহ করি। সেই অর্থেই চড়ক পুজো হয়।” জটেশ্বর কলেজ পাড়ার বাসিন্দা মানিক হাজরা বলেন, “আমরা চড়ক পুজোর দিনটির জন্য অপেক্ষা করে থাকি। সাধ্য মত তাদের সাহায্য করি। তবে বর্তমান প্রজন্ম আর এগিয়ে আসেনা। ফলে এটা বিলুপ্তি হয়ে যাচ্ছে।”
শিব, পার্বতী, কালী সহ একাধিক দেবতার রূপে সেজে বিভিন্ন জায়গায় ঘুরে শিবের গান পরিবেশন চলছে।

Leave a Reply