মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- দিনটি ছিল ২০০৯ সালের ১২ই এপ্রিল। ওইদিনই ছত্তিশগড়ে কর্তব্যরত অবস্থায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন মালদার সি.আর.পি.এফ জওয়ান হাসুনুজ্জামান। তাই তাঁর আত্ম বলিদানের বীরগাথাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরে ১২ই এপ্রিল দিনটিতে শহিদ দিবস পালন করে আসছে সি.আর.পি.এফ-এর ১৭০নং ব্যাটেলিয়ন। যার অঙ্গ হিসেবে শনিবার মালদার কালিয়াচক-২নং ব্লকের গঙ্গাপ্রসাদ এলাকায় সি.আর.পি.এফ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শহিদ দিবস পালন করা হয়। হাসুনুজ্জামানের গ্রামের বাড়ি সংলগ্ন গঙ্গাপ্রসাদ জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে শহিদ দিবসের কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সি.আর.পি.এফ ১৭০নং ব্যাটেলিয়ন শিলিগুড়ি শাখার কমান্ডার সুনীল শর্মা সহ • অন্যান্যরা। তারা সকলে মিলে শহিদ, বীর জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলী নিবেদন পর্বে কান্নায় ভেঙে পড়েন শহিদ জওয়ানের পরিবারবর্গ।
মালদার কালিয়াচক-২নং ব্লকের গঙ্গাপ্রসাদ এলাকায় সি.আর.পি.এফ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শহিদ দিবস পালন করা হয়।

Leave a Reply