পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতবর্ষের রেলমন্ত্রীকে শুভেন্দু অধিকারী চিঠি দিয়ে এনআইএ তদন্তের দাবী জানিয়েছে। মুর্শিদাবাদে রেলের পাথ উপড়ে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না। দেশ বিরোধী। যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমি এবং পিএফ সাথে যুক্ত। ইতিমধ্যে রেল এফআইআরও করেছে। আননোন, নাম না দিয়ে। ভিডিও ফুটেজে সব পাওয়া যাবে। এদের এত সাহস বেড়েছে। সমস্ত কিছু সম্ভব পুলিশের জন্য। আর পুলিশের দুটো হাতে বেড়ি পরিয়ে রেখেছে স্বয়ং পুলিশ মন্ত্রী। মুর্শিদাবাদে ভয়াবহ অবস্থা। আমাদের মানসিক ঠিক নেই। মুর্শিদাবাদের এসপি কে আমি জানিয়েছি। ওই এলাকা গুলিতে আমি যেতে চাই।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেড়িয়াচক গ্রামে গোবর্ধনধারী জিও রথ ও মহোৎসবে যোগদান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেক বছরের মত এ বছরও তিনি এসে গোবর্ধনধারী জিউ কে আরতী করেন, গিরি গোবর্ধনধারী লীলার বিগ্রহর উদ্বোধন করেন।
যাহাই ইউনিস,তাহাই মমতা। মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে কোলাঘাটে দেরিয়াচক গ্রাম থেকে মন্তব্য বিরোধী দলনেতার ।

Leave a Reply