কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা।ভেঙে গেল একই এলাকার বেশকিছু বাড়িঘর। ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি। যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায়।এদিকে বাড়িঘর ভেঙে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন।

প্রসঙ্গত,রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি গাছপালা সহ বাড়িঘর। তেমনি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী, পালশা সহ বিভিন্ন এলাকা। ঝড়ে ভেঙে গেছে বাড়ি ঘর। আর এতেই দুশ্চিন্তায় এলাকার মানুষজন। এমতো অবস্থায় সরকারী সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন।

এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরন কুন্ডু। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *