চকভবানীর শ্মশান কালীবাড়িতে হাজরার নাচ, দর্শনার্থীদের ভিড়ে জমজমাট চড়ক উৎসব।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-  চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে গাজন উৎসবের আমেজ। সেই উপলক্ষে সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের চকভবানী শ্মশান কালীবাড়ি এলাকায় অনুষ্ঠিত হল গাজনের বিশেষ আকর্ষণ হাজরার খেলা।

চড়ক পূজোর আগের দিন রাতভর হাজরা পুজো শেষে গাজন সন্ন্যাসীরা শিবের চেলা, চামুণ্ডা ও ভূত-প্রেতের বেশে রংঢংয়ে হাজরা বেসে খেলা দেখান জনসমক্ষে। এবারে ৩৪তম বর্ষে পা দিল চকভবানীর এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব। এক মাস ধরে কঠোর অনুশীলন ও ব্রত পালন শেষে গাজন ভক্তরা মেতে ওঠেন এই উৎসব উদযাপনে।

এদিন হাজরার খেলা দেখতে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। বালুরঘাটের গাজন ভক্ত সুব্রত রায় জানান, প্রতিবছরের মতো এবারও তারা এই উৎসব সফল করতে প্রাণপণে উদ্যোগী হয়েছেন। দর্শকদের মধ্যে বালুরঘাটের অনিতা দাস জানান, এই প্রথমবার হাজরার নাচ দেখতে এসেছেন, এবং অভিজ্ঞতাটা ছিল অনন্য।

চড়ক উৎসবের অঙ্গ হিসেবে হাজরার এই নাচ-খেলা উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *