চাকরি চুরি ও হিন্দু হত্যা কারী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর দাবিতে ফালাকাটা শহরে, বিক্ষোপ মিছিল করলো ভারতীয় জনতা পার্টি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- চাকরি চুরি ও হিন্দু হত্যা কারী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর দাবিতে ফালাকাটা শহরে, বিক্ষোপ মিছিল করলো ভারতীয় জনতা পার্টি। এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান, ফালাকাটা টাউন বিজেপি র কর্মকর্তারা, এই বিক্ষোপ মিছিলে উপসট ছিলেন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।এদিন উনি কী বললেন শুনে নেয়া যাক……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *