নিজস্ব সংবাদদাতা, মালদা—থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা।রবিবার সংগঠনের মালদা জেলা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন মালদা শাখার সহযোগিতায় এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের মকদমপুর আইএমএ ভবনে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক মনোরঞ্জন দাস,, বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা সুনীল দাস। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন ডেপুটি সিএমওএইচ-২ ডাঃ অমিতাভ মন্ডল, বিশিষ্ট চিকিৎসক ডি সরকার, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, মালদা মহিলা কলেজের অধ্যক্ষ মন্দিরা চক্রবর্তী সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সদস্যরা রক্তদান করেন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক মনোরঞ্জন দাস জানান, তারা সারা বছর কুসংস্কার বিরোধী ও বিজ্ঞান আন্দোলন পরিচালনা করেন। সেই সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকেন। এরই অঙ্গ হিসেবে জেলায় রক্তের সংকট দেখা না যায় তাই আজ রক্তদান শিবির করছেন। শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করার লক্ষ্যমাত্রা রয়েছে। আশা করছেন সেই লক্ষ্যমাত্রা পূরণে তারা সফল হবেন।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত রক্তদান শিবিরের সকল সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও সমাজসেবী সংগঠন সকলকে এই রক্তদান শিবিরে মানুষের পাশে রক্ত দান করে রক্তের চাহিদা মেটাতে সাহায্য করুন এমনই বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা।

Leave a Reply