হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়া থেকে আসছিল E1. বাসের নীচের টাইরড ভেঙে যায়। স্পিডও বেশি ছিল। এসে সটান ধাক্কা মারে পিলারে। সামনের অংশ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত গোটা বাস। বাসের ভেতরে সিট উলটে গেছে। রক্ত পড়ে। গুরুতর চোট নেই। আহতদের উদ্ধার করে পিজি নিয়ে যাওয়া হয়েছে
পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস, আহতদের উদ্ধার।

Leave a Reply