উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার চোপড়া তানজীম ফালাহুল মুসলেমিন এর পক্ষ থেকে সদ্য পাস হওয়া WAQF BILL বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ চোপড়ার আপামর জনসাধারণ। মূলত WAQF BILL বাতিলের দাবিতেই এই মিছিল। মিছিল শুরু হয় চোপড়া গৌসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এবং চোপড়া বিডিও অফিস চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ। মিছিল যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেইদিক লক্ষ রেখে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতাইন ছিল।
রবিবার চোপড়া তানজীম ফালাহুল মুসলেমিন এর পক্ষ থেকে সদ্য পাস হওয়া WAQF BILL বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।

Leave a Reply