দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কর্ম বিরতি সহ পার্শ্ব শিক্ষকগন বিক্ষোভ করে ডেপুটেশন দিল জেলা শাসককে বালুরঘাটে। পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে। বুধবার দুপুরে বিক্ষোভ চলাকালীন পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে ক্ষোভের সঙ্গে জানান সরকারি সমস্ত দপ্তরে সরকারি নিয়ম অনুসারে বেতন বৃদ্ধি হয় কিন্তু যেহেতু আমরা পার্শ্ব শিক্ষক তাই আমাদের বেতন বৃদ্ধি হয় না। শিক্ষক শিক্ষিকাগন জানায় এক জন স্থায়ী শিক্ষক বিদ্যালয়ে যে সব কর্তব্য করেন আমারও একই কর্তব্য করি কিন্তু দীর্ঘদিন হয়েগেলো আমাদের সামান্য বেতন বা ভাতা বৃদ্ধি হয় না। তারা বলেন আমরা বর্তমানে যে ভাতা বা বেতন পাই তা বর্তমান অর্থনৈতিক বাজার হিসেবে খুবই সামান্য। তারা বলেন বর্তমানে এক জন ডেলি লেবারের যে মজুরি সেটা ধরে হিসাব করলে তারা মাসান্তে তার থেকেও কম পায়। শিক্ষকগন বলেন আমাদের স্থায়ী বেতন কাঠামো করতে হবে এবং সম্মান জনক বেতন বৃদ্ধি করতে হবে। তাই আজ আমরা পার্শ্ব শিক্ষকগন সমস্ত বিদ্যালয়ে কর্ম বিরতি পালন করছি এবং ডি এম অফিসের সামনে বিক্ষোভ করে জেলা শাসকের দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের নিকট বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের দাবি জানাচ্ছি।
কর্ম বিরতি সহ পার্শ্ব শিক্ষকগন বিক্ষোভ করে ডেপুটেশন দিল জেলা শাসককে বালুরঘাটে।

Leave a Reply