নিজস্ব সংবাদদাতা, মালদা—আজ মঙ্গলবার বাংলা নতুন বছর শুরু বাংলা সালের ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ শুভ নববর্ষ। তাই চিরাচরিত প্রথা মেনে মালদাহে বুলবুলচন্ডী মা মঙ্গলচন্ডীর পুজো আরাধনার মাধ্যমে নতুন বছরের পথচলা শুরু করল আপামর বাঙালি। সেই পরম্পরা মেনে এদিন সাত সকালে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে মহিলারা সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো আরাধনায় ব্রতী হলেন পরিবারের সদস্যরা। পুজোকে কেন্দ্র করে পুরোহিতের পুণ্য মন্ত্রোচ্চারণের মুখরিত হয়ে উঠল মালদা বুলবুলচন্ডীর মা মঙ্গলচন্ডী মন্দিরের পুজো দিয়ে বছরের প্রথম দিন থেকে শুভ লগ্নে পরিবারের বাংলা নতুন বচ্ছর কে ভালোভাবে পরিবারের সাথে কাটাবেন তারই মন কামনা পূরণ করতে মা মঙ্গলচন্ডী মন্দিরে ভক্তদের ভিড়।
চিরাচরিত প্রথা মেনে মালদাহে বুলবুলচন্ডী মা মঙ্গলচন্ডীর পুজো আরাধনার মাধ্যমে নতুন বছরের পথচলা শুরু করল আপামর বাঙালি।

Leave a Reply