পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুগ্ধ উৎপাদনের মধ্য দিয়ে এলাকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার, এই দিন উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গণেশ ঘোষ,জ্ঞানাঞ্জন মন্ডল, প্রসেনজিৎ ভূঁইয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ,এই দিন প্রতিমন্ত্রীর শ্রীকান্ত মাহাতো জানিয়েছেন এই কেন্দ্র চালু হওয়াতে ব্যাপকভাবে উপকৃত হবে গোপ পালনে যুক্ত হওয়া চাষীরা,পাশাপাশি এই দিন ২০০০ লিটার দুগ্ধ সংগ্রহ করা হয়েছে, প্রায় এই কেন্দ্রে প্রায় ১৫ হাজার লিটার দুগ্ধ সংগ্রহ করা যেতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রের ম্যানেজার অপ্রোজ খান।
দুগ্ধ উৎপাদনের মধ্য দিয়ে এলাকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন ।

Leave a Reply