নিজস্ব সংবাদদাতা, মালদা—বাংলার নববর্ষ উপলক্ষে মালদার গাজোলে গণেশের মূর্তি ও মিষ্টির দোকানের লাড্ডু এবং ফলের বাজার সোমবার সকাল থেকে জমে উঠেছে। গাজোল শহরের বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা গণেশের মূর্তি নিয়ে দোকান খুলে বসেছেন।গতবছরের তুলনায় এ বছর গণেশের মূর্তি বেচাকেনা অনেকটাই ভালো হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। এছাড়া পাশাপাশি গাজোল শহরের বিভিন্ন জায়গায় বাংলার নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের ফলের দোকান সাজিয়ে বসেছেন । গাজোল শহরের বিভিন্ন মিষ্টির দোকান গুলিতে নববর্ষ উপলক্ষে লাড্ডু বিক্রি ব্যাপক ভাবে দেখ গিয়েছে এই নিয়ে মালদা শহরে সহ গাজোল এলাকার মানুষ খুশি
বাংলার নববর্ষ উপলক্ষে মালদার গাজোলে গণেশের মূর্তি ও মিষ্টির দোকানের লাড্ডু এবং ফলের বাজার সোমবার সকাল থেকে জমে উঠেছে।

Leave a Reply