নিজস্ব সংবাদদাতা, মালদা–-পুরাতন মালদার বাঁচামারি এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গম্ভীরা উৎসব। এদিন বুধবার রাত্রি আনুমানিক সাড়ে আটটা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় গম্ভীরা উৎসব কে কেন্দ্র মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন এই গম্ভীরা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রু ঘন সিংহ বর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান নব রঞ্জন সিংহ বর্মা, বিশিষ্ট সমাজসেবী স্বাধীন ঘোষ,এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্নেহংশু ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট এলাকায় রয়েছে প্রাচীন তম চামুণ্ডা কালী ও বুড়ি কালী মায়ের মুখা। এদিন এই উৎসবের মধ্য দিয়ে দুই মায়ের মিলন অর্থাৎ দুই বোনের মিলনকে কেন্দ্র করে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথমে মশাল নাচের মধ্যে দিয়ে দিনের সূচনা হয়ে থাকে এবং পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল মুখানাচ অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই দেখতে মানুষজনের ব্যাপক ভিড় লক্ষ করা যায়,ছবি বন্দি করতে দেখা যায় মানুষজনদের মোবাইলে। প্রতি বছরের মত এ বছরও এটি অনুষ্ঠিত হয়েছে। এবং ব্যাপক ধুম ধানের সহিত অংশ নেন স্থানীয় মানুষজনেরা।
পুরাতন মালদার বাঁচামারি এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গম্ভীরা উৎসব।

Leave a Reply