উত্তরপাড়া, নিজস্ব সংবাদদাতা:-আগুনের মতো ছড়ালো উত্তরপাড়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধের ভুয়ো পোস্ট। উত্তরপাড়া থানার দারস্থ হলেন সবুজসাথী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। অভিযোগ উত্তরপাড়ার একটি ফেসবুক গ্রূপে ওই স্কুলের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করে ছাত্র ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরী করা হয়। গ্রূপ অ্যাডমিন গৌতম কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়। এবিষয়ে উত্তরপাড়া ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল ও এই গ্রূপ অ্যাডমিনের এইরকম ভুয়ো ফেক খবর রটানোর ঘটনা স্বীকার করে নেন। যদিও অভিযুক্ত গ্রূপ অ্যাডমিন অভিযোগ অস্বীকার করেন। ঘটনায় শাসক থেকে শুরু করে বিরোধী সরব রাজনৈতিক মহলের একটা বড়ো অংশ।
আগুনের মতো ছড়ালো উত্তরপাড়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধের ভুয়ো পোস্ট, থানার দারস্থ হলেন প্রধান শিক্ষিকা।।

Leave a Reply