নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতি, উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি ও জটেশ্বর বীর চিলা রায় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পথসভা করা হলো। রবিবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে ওই সভাটি করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজবংশী সাহিত্যিক ও লেখক জগদীশ আশোয়ার ছিলেন উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন, উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির আলিপুরদুয়ার জেলা সভাপতি রশিদুল আলম, সংগঠনের জেলা সম্পাদক করিমুল ইসলাম, ফালাকাটা ব্লক সম্পাদক আমিনুল হক এছাড়াও উপস্থিত ছিলেন জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতির সম্পাদক কার্তিক চন্দ্র রায়, সভাপতি প্রকাশ রায়, সদস্য উপদেষ্টা মন্ডলীর ভোলা নাথ রায়, এছাড়াও উপস্থিত ছিলেন জটেশ্বর বীর চিলা রায় ফাউন্ডেশনের সভাপতি গৌতম রায়, সম্পাদক রূপন সিংহ রায়, কোষাধ্যক্ষ মনোজ রায় প্রমুখ।
জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতি, উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি ও জটেশ্বর বীর চিলা রায় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পথসভা করা হলো।

Leave a Reply