নিজস্ব সংবাদদাতা, মালদা—বিশাল উঁচু মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করে এক ভারসাম্যহীন যুবক।ঘটনার খবর পেয়ে ছুটে আছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ উদ্ধার করল ওই ভারসাম্যহীন যুবককে। রবিবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার যদুপুর-১নং অঞ্চলের সোনাতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সোনাতলা এলাকার একটি মোবাইল টাওয়ারে এক ভারসাম্যহীন যুবক হঠাৎ করেই উঠে পড়ে। এবং টাওয়ারের একেবারে মাথায় গিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে খবর। জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর যায় ইংরেজবাজার থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এরং ওই ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে।
বিশাল উঁচু মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করে এক ভারসাম্যহীন যুবক।

Leave a Reply