নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদা এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।রবিবার সকালে বন্দে ভারত ট্রেনে করে মালদায় আসেন তারা। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এই প্রতিনিধি দলে রয়েছেন অনন্যা চক্রবর্তী, তুলিকা দাস সহ তিনজন। মালদা টাউন স্টেশনের নেমে তারা সার্কিট হাউসে ওঠেন। সূত্রের খবর পারলালপুর এলাকায় যেতে পারেন তারা। সেখানে ঘরছাড়া দের সাথে কথা বলতে পারেন তারা। সেই সঙ্গে শুক্রবার মালদা এর কালিয়াচকে বোমা বিস্ফোরণে কয়েকজন শিশু আহত হয়েছিল তাদের পরিবারের সাথেও কথা বলতে পারেন এই প্রতিনিধি দলের সদস্যরা বলে সুত্রের খবরে জানা গেছে।
মালদা এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।

Leave a Reply