রবিবার ফিতা কেটে ও নারকেল ফাঁটিয়ে সেই কালভার্টের শিলান্যাস করলেন মার্জিনা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-– দীর্ঘ ১৫ বছর ধরে ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করছিলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া-
আজিমপুর গ্রামের মানুষ। ঘটছিল ছোট বড় দুর্ঘটনা।স্থানীয় নেতাদের কাছে কালভার্টের দাবি করে আসছিলেন এলাকার মানুষ। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে
কেউ তাদের দাবিকে গুরুত্ব দেইনি বলে অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন কালভার্ট করে দেওয়ার কথা দিয়েছিলেন। যেমন বলা তেমন কাজ।রবিবার ফিতা কেটে ও নারকেল ফাঁটিয়ে সেই কালভার্টের শিলান্যাস করলেন মার্জিনা। এতে খুশি এলাকার মানুষজন। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৯ লক্ষ ৫৭ হাজার ৩৭৪ টাকা ব্যয়ে নির্মিত হবে কালভার্ট বলে জানান মার্জিনা। স্থানীয়রা বলেন,প্রায় ৫০ টি পরিবারের এই সাঁকো’ই ছিল পারাপারের একমাত্র ভরসা।এই সাঁকো পেরিয়ে বাজার ও স্কুলে যেতে হতো। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতো না। মাঠের ফসল নিয়ে আসতে সমস্যা হতো।বর্ষাকালে বিপজ্জনক সাঁকোর উপর দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। তাদের দাবিকে গুরুত্ব দিয়ে এদিন জেলা পরিষদের সদস্য মার্জিনা কালভার্টের শিলান্যাস করলেন। এলাকার মানুষ খুশিতে মার্জিনাকে মিষ্টি খাইয়ে ও পুষ্প বৃষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *